পদ্মার তীরে ফুটবল খেলতে গিয়ে ফেরা হলো না ইফানের

রাজশাহী নগরীতে বন্ধুদের সাথে পদ্মা নদীর তীরে ফুটবল খেলতে গিয়ে বাড়িতে আর ফেরা হলো না তৌসিফ আহমেদ ইফান (১৬) নামের এক কিশোরের। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে পুলিশ সুপারের বাসভবনের সামনে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইফান বিনোদপুর মির্জাপুর এলাকার বাসিন্দা এ কে এম জাহিদুল ইসলামের ছেলে। তিনি নগরীর ভদ্রা এলাকার অগ্রণী স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী।
তিনি বলেন, বন্ধুদের নিয়ে নদী তীরে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় ইফান। পরে আর নদীর কিনারায় ফিরে আসতে পারেনি। স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দুপুর ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে তার বাবাকে লাশ হস্তান্তর করা হয়।
আরপি/ এমএএইচ
বিষয়: লাশ পদ্মার তীর ফুটবল খেলতে ইফান
আপনার মূল্যবান মতামত দিন: