রাজশাহীতে চালের দোকানে অনিয়ম, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর মহানগরের লক্ষিপুরে চাউলর দোকানে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে রাজশাহী জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় লক্ষিপুরে বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত করা হয়। অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
তদারকিকালে চালের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানসমূহে মজুদ পরিস্থিতি ও ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। অভিযানে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।
এসময় অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরপি/ এসএইচ
বিষয়: রাজশাহীর ভোক্তা অধিদপ্তর জরিমানা
আপনার মূল্যবান মতামত দিন: