রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

অনুমোদন ছাড়া কসমেটিকস তৈরি, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০৭:০৬

আপডেট:
২৩ আগস্ট ২০২২ ০৭:৪৭

সংগৃহিত

রাজশাহীতে অনুমোদন ছাড়া কসমেটিকস তৈরির দায়ে এক কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে জেলার পুঠিয়া উপজেলার এস এ কসমেটিকস তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

এতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও র‍্যাব-৫ এর যৌথ অভিযান চালায়।

হাসান আল মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে সোমবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার এস এ কসমেটিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অনুমোদনবিহীন ফেসিয়াল মেসেজ ক্রিম তৈরী, ক্রিমের ওজনে কম দেয়া এবং পণ্যের উপদানে মিথ্যা তথ্য দেয়া ইত্যাদি অপরাধে তাকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি বলেন, সেবার মান যাচাইয়ে বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরপি/ এসএইচ  



আপনার মূল্যবান মতামত দিন:

Top