রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রাজশাহীসহ তিন বিভাগে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০৬:৩০

আপডেট:
২৩ আগস্ট ২০২২ ০৯:৩৪

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে প্রতীকী ধর্মঘট পালন করছেন পেট্রোল পাম্প মালিকরা। ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে তাদের দাবি না মানলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধি ও পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল। ২২ আগস্টের মধ্যে দাবি না মানলে দেশব্যাপি আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউটার্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন।

রাজশাহী জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল জানান, এসব বিষয়ে জ্বালানি মন্ত্রণালেয় একাধিকবার জানানোর পরও কোন প্রতিকার মেলেনি।

তবে ১২ ঘন্টার প্রতীকী ধর্মঘট চললেও রাজশাহী বিভাগের ৪শ’রও বেশি পাম্পে তেল বিক্রি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন নেতারা।

আরপি/ এসএডি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top