রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় মাদকসহ আটক ২


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০৬:০০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৭

প্রতীকি ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জোতকাদিরপুর গ্রামের রমজিত মালাকারের ছেলে মিলন মালাকার ও মীরগঞ্জ ভানুকর গ্রামের এনামুল হকের স্ত্রী খঞ্জনা বেগমকে আটক করা হয়। রোববার রাতে মিলন কুমারের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা আটক করা হয়। সোমবার সকালে খঞ্জনা বেগমকে বাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবা ও ২০ বোতল ফিন্সিডিলসহ আটক করে বাঘা থানা পুলিশ।

বাঘা থানা ওসি নজরুল ইসলাম জানান, আটককৃত দু’জনের নামে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top