রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

আজিমনগর রেলস্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০৪:২৪

আপডেট:
২৩ আগস্ট ২০২২ ০৪:৩১

ছবি: আজিমনগর রেলওয়ে স্টেশন

নাটোরের লালপুরে প্রায় শতবর্ষী আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম জনবল সংকট দেখিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) দুপুর থেকে স্টেশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশনটির স্টেশন মাস্টার মাসুম আলী খান।

স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, স্টেশনের অপারেশনাল কাজ অনিদিষ্টকালের জন্য বন্ধ করে আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে যুক্ত করা হয়েছে। এছাড়া স্টেশনে সকল ট্রেনের স্টপিজ আগের মতই বহাল থাকবে। এবং টিকিট বিক্রির কার্যক্রম সম্ভাবত চালু থাকবে।


রেলওয়ের হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। দ্রুতই স্টেশনের কার্যক্রম পূনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।

আরপি/ এসএডি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top