রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০১:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:০৮

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে ফেন্সিডিলসহ মো: হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। গতকাল রোববার (২১ আগস্ট) রাতে মতিহার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২২ আগস্ট) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ার মৃত আক্কাস কাটানীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় একজন মাদক ব্যবসায়ী বিক্রয়ের জন্য ফেন্সিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশ রোববার রাত সাড়ে ১১ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ৬ টি মাদকের মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান আরএমপি মুখপাত্র।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top