রাজশাহী বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০৫:৫১

আপডেট:
২২ আগস্ট ২০২২ ০৭:১৮

সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় ওই নারীর মৃত্যু হয়। তিনি স্টেশন বাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।

গোপাল কর্মকার বলেন, টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী এক্সপ্রেসওয়ের ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

আরপি/ এসএইচ ১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top