রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জন্মাষ্টমী উদযাপন


প্রকাশিত:
২০ আগস্ট ২০২২ ০৪:৩৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৯:৪৭

ছবি: সংগৃহিত

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে মহানগরীর কয়েকটি স্থানে শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সকালে মহানগরীর সাহেববাজারের শ্রীশ্রী গোপীনাথ ও লক্ষ্মীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিয়র আখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মহানগরীর আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি হুনুমানজিউর আখড়ায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

এছাড়া অংশ নেন- রাজশাহী সিটি করপোরেশনের ২২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি ড. সুজিৎ সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য কার্তিক চন্দ্র হালদার, রাজশাহী মহানগরীর দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত প্রমুখ।

অন্যদিকে মহানগরীর রেশমপট্টির দিগন্ত সার্বজনীন মন্দির থেকেও একটি শোভাযাত্রা বের করা হয়।

আরপি/ এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top