রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২২ ০৯:৪৬

আপডেট:
৭ মে ২০২৪ ০৫:৫৮

ছবি: সংগৃহিত

রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তামিম হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে নিজ ঘরে সাপের কামড়ে তার মৃত্যু হয়।

মৃত তামিম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের নবি হোসেনের ছেলে। এছাড়া ধোপাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

তামিমের বাবা নবি হোসেন বলেন, গত রাত ৯টা পর্যন্ত সে পড়াশোনা করে। এরপর সবার সাথে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টার দিকে সাপের কামড় খেয়ে চিৎকার করে। পরে সাপের কাটা চিহ্ন দেখতে পেলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাড়ি থেকে বের হওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, সাপের কামড়ে একটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনছি। সেই সাথে তাকে দাফনের ব্যবস্থা করতেও বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top