রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১

রাজশাহী-ভারত সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০৫:৫৫

আপডেট:
১৪ আগস্ট ২০২২ ০৬:১২

ছবি: সংগৃহিত

রাজশাহীতে ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১০৮ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৮৮৫ বোতল ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৬ লাখ ৮ হাজার ৭১০ টাকা।

শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর চরখিদিরপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারির নাম আইয়ুব আলী (৩৭)। তিনি জেলার পবা উপজেলার কাটাখালি পৌর এলাকার শ্যামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

শনিবার দুপুরে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির আহমেদ জানান, তালাইমারী বিওপির বিশেষ টহল দল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চরখিদিরপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১৫৯/১-এস এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আইয়ুব আলীকে আটক করা হয়।

এ ঘটনায় নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

 

আরপি/ এসএইচ ০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top