রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে বিকাশ ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত:
১২ আগস্ট ২০২২ ০৭:৩৯

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৬:৩৪

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় রিমন ইসলাম নামের এক বিকাশ ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাঘা-ঈশ্বরদী সড়কে পাাশে ছাতারি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় রিমন ইসলাম নিজেই বাদি হয়ে ৪ জন ও অজ্ঞাতনামা কয়েকজনের নামে বাঘা থানায় অভিযোগ করেন।
রিমন ইসলাম উপজেলা ছাতারি গ্রামের কামরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলিহার গ্রামের সাইদুর রহমানসহ ৫ থেকে ৭ জনের একটি দল সন্ধ্যা ৭টার বাঘা-ঈশ্বরদী সড়কে পাাশে ছাতারি এলাকায় ডিজিটাল কম্পিউটার এ্যান্ড সার্ভিস সেন্টারের আসে। এ সময় তার ক্যাশ বাক্স থেকে ২ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এতে বাঁধা দিলে রিমনের ছোট ভাই আল-আমিনকে মারধর করে। এ ঘটনায় আহত আল আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছিলাম। সেই মামালার তদন্ত করতে আসামী ধরার জন্য গেলে তাদের আপোশ হয়ে যায় ধরতে বাধা দেয়। মূলত তাদের ব্যক্তিগত ঝামেলার কারণে অভিযোগ দেয়া হয়।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top