রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩


প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৯:৫৮

আপডেট:
২২ আগস্ট ২০১৯ ০৯:৫৮

প্রতিকী ছবি

নগরীতে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। বুধবার বিভিন্নস্থানে এসব ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, নগরীর বিনদপুর এলাকায় অটোরিক্সা থেকে পড়ে গিয়ে নিরব (৭) নামের এক শিশু আহত হন। অপরদিকে নগরীর সাহেব বাজার এলাকায় অটোরিক্সার ধাক্কায় আহত হন নয়ন (২৮)। তিনি সাহেব বাজার এলাকার বাবু মিয়ার ছেলে। এছাড়াও বিনদপুর এলাকায় অটো রিক্সার ধাক্কায় আনোয়ার আলী (৪৫) ভ্যান চালক আহত হয়েছেন।

তিনি রাস্তার পাশে ভ্যানে বাঁশ ভর্তি করার সময় পাশ থেকে এক অটো রিক্সা এসে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা রামেক হাসপাতালের ১ও ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন।

আরপি/ এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top