আরএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় মোট ২৯ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এই ২৯ জনকে গ্রেফতার করে।
বুধবার (১০ আগস্ট) সকালে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, গত একদিনে নগরীতে পুলিশের পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও বলেন, এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৮.২৫ গ্রাম হেরোইন, ৩১ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র।
আরপি/এমএএইচ-০৮
বিষয়: গ্রেফতার মাদকবিরোধী অভিযানে আরএমপি
আপনার মূল্যবান মতামত দিন: