রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৮:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫০

প্রতীকি ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় কালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে।

শনিবার সন্ধ্যায় উপজেলার গোদাগাড়ী-আমনুরা মহাসড়কের জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের কুরবান আলীর ছেলে ইসমাইল (২৫) ও একই এলাকার প্রবাসী শামিম (৩০)।

প্রতাক্ষদর্শীরা জানান, মদ্যপান করে মাতাল অবস্থায় বেপরয়াভাবে দ্রুতগতিতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে চড়ে আমনুরার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরহী তিন যুবক রাস্তায় ছিটকে পড়ে। সে সময় ঘাতক ট্রলিটি পালিয়ে যায়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে। পরে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। সে সময় ট্রলির ধাক্কায় যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এবং পরবর্তী ব্যবস্থা গ্রহন হবে বলেও জানান তিনি।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top