রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল ( ২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানার পবা নতুন পাড়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে সোনারুল (৩৮) ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাইদুর রহমান (৪২)।
আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে তারা অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে। এমন সংবাদের পরিপেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি তলোয়ার, দুইটি রামদা ও দুইটি জিআই পাইপ উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান আরএমপি মুখপাত্র।
আরপি/ এসএইচ-০৪
বিষয়: রাজশাহী রাজশাহী মহানগরী গ্রেফতার পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: