রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

র‌্যাবের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ০৪:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫০

ছবি: সংগৃহিত

রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শুক্রবার (২৯ জুলাই) গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান র‌্যাব-৫ সদর দফতর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানোনো হয়, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গত ২৮ জুলাই রাত ১০ টার দিকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার চামটা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ চারঘাট চামটা গ্রামের মৃত মহর আলী সরকারের ছেলে শাহ আলমকে (৬০) গ্রেফতার করে র‌্যাব।

অপরদিকে, ২৯ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে রাজশাহী রেলস্টেশনের অবস্থিত গণশৌচাগারের বারান্দায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম হেরোইনসহ সালমা বেগমকে (৩৪) গ্রেফতার করে। সালমা পিরোজপুর ভান্ডারিয়া থানার তেলিখালি গ্রামে মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র‌্যাব-৫ সদর দফতর।

 

আরপি/ এমএএইচ-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top