রাজশাহী শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২

রাজশাহী ডিবি'র অভিযানে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার


প্রকাশিত:
২৯ জুলাই ২০২২ ০৭:৩২

আপডেট:
২৯ জুলাই ২০২২ ০৮:১৭

ফাইল ছবি

রাজশাহীর পবায় চোলাইমদ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ওই ব্যবসায়ীর রান্নাঘর থেকে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই চোলাইমদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া চোলাইমদের বাজার মূল্য ৬০ হাজার টাকা।

গ্রেফতার ওই চোলাইমদ ব্যবসায়ীর নাম বাবুল ওরফে বাবু (৪৮)। তিনি বড়গাছি কুঠিপাড়া গ্রামের মৃত শুকচাঁনের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় চোলাইমদ ব্যবসায়ী বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতবাড়ির রান্নাঘরে একটি নীল রঙয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে ৮০ লিটার এবং ৫ লিটারের ২৪টি প্লাস্টিকের বোতলে মোট ১২০ লিটারসহ সর্বমোট ২০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে দেশীয় তৈরি চোলাইমদ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে জানিয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আরএমপির পবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

 

আরপি/ এসএইচ ১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top