রাজশাহী শুক্রবার, ২৪শে মার্চ ২০২৩, ১০ই চৈত্র ১৪২৯

বাঘায় চাল ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
২৮ জুলাই ২০২২ ২২:১৮

আপডেট:
২৪ মার্চ ২০২৩ ০৪:৫৭

ছবি: সংগৃহিত

রাজশাহীর বাঘায় এক চাল ব্যবসায়ীর দোকানে  হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টায় উপজেলার সদর বাজারে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।উপজেলার সদর বাজারে বিশেষ অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলার সদর বাজারে চাল ব্যবসায়ী রবিউল ইসলাম রবির দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য দপ্তর থেকে লাইসেন্স না নিয়ে মাছের খাদ্য বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম। তিনি জানান উপজেলা মোট লাইসেন্সধারি ১১ জন মাছের খাদ্য বিক্রেতা রয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ বলেন, কর্তৃপক্ষের কাছে থেকে লাইসেন্স না নিয়ে মাছের খাদ্য বিক্রির অপরাধে এলাকায় সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আরপি/ এসএইচ ০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top