বাঘায় ১৮৯ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

রাজশাহীর বাঘায় ১৮৯ বোতল ফেন্সিডিলসহ সাজু হোসেন (১৯) নামের এক ব্যবসায়ী আটক করা হয়েছে।গত শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আলাইপুর মাহাজনপাড়া এলাকা থেকে আটক করা হয়। র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল তাকে আটক করে ।
সাজু হোসেন চারঘাট উপজেলার শিবপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত সাজুর কাছে থেকে ১৮৯ বোতল ফন্সিডিল, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড, একটি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। এছাড়া তার নামে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ১৯৭৮ এর ১৯ (ক) ধারার মামলা করা হয়েছে বলে জানান র্যাব।
আরপি/এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: