রাজশাহীর
মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বড়াইল ব্রীজ সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত সকলের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া না গেলেও গুরুতর আঘাতপ্রাপ্ত ৪ জন হলেন- নওগাঁর মান্দা উপজেলার ফয়সাল হোসেন, রানীনগর উপজেলার রবিন হোসেন, পত্নীতলা উপজেলার বাবলু হোসেন ও সিরাজগঞ্জের আব্দুস সামাদ।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল হেফাজত পরিবহনের যাত্রীবাসী একটি বাস। এ সময় বড়াইল ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। এতে আহত হন ১৫ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।
আরপি/হাসান
আপনার মূল্যবান মতামত দিন: