বাঘায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩০ পরিবার
-2022-07-21-20-33-00.jpg)
রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের সেমি.পাঁকাঘর পেলেন ত্রিশ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় সারাদেশের তৃতীয় পর্যায়ে ২য় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২৬২২৯ টি (ক-শ্রেণির) পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। উপকারভোগী সেকেন্দার আলী ও সেলিনা বেগম তাদের বক্তব্য বলেন, প্রধান মন্ত্রীর দেওয়া ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। জীবনের বাঁকি দিনগুলো সেই ঘরে কাটাতে পারবো। উপকারভোগীরা বলেছেন,এর আগে অন্যের জায়গায় ঘর তুলে থাকতেন তাঁরা।
আনুষ্ঠানিকভাবে ঘরের দলিল হস্তান্তরের পর ভ’মিহীন পরিবারদের নিয়ে আনন্দ উল্লাসে বেলুন উড়িয়ে কমৃসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপরিচালক শাহানা আখতার জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোকাদ্দেস সরকার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ’লীগ দলীয় নেতা সিরাজুল ইসলাম মন্টু,অধ্যক্ষ নছিম উদ্দীন,সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,ইমাম,গনমাধ্যম কর্মী ও উপকারভোগীরা।
উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, দুই শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ট নির্মিত ঘরে রয়েছে, বারান্দা, টয়লেট, রান্না ঘর। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে দুই লক্ষ ৪০ হাজার টাকা। তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে বাউসা ইউনিয়নের আড়পাড়া এলাকায়। এর আগে ১ম পর্যায়ে ১৬টি ও ২য় পর্যায়ে ৬৮ টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলো নিচপলাশী, হাবাসপুর ও হেলালপুর এলাকায় নির্মাণ করা হয়। উপজেলায় মোট ১৪৯টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের দেওয়া হয়েছে।
আরপি/ এসএইচ
বিষয়: প্রধানমন্ত্রী
আপনার মূল্যবান মতামত দিন: