রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

বাঘায় অনার্স প্রথমবর্ষে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ০৫:১৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৬:১৪

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহ্দৗলা সরকারি কলেজে অনার্স প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০জুলাই) কলেজের আয়োজনে হলরুমে অনার্স প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন ক্লাসে প্রভাষক মোঃ আব্দুল হানিফ মিয়া সঞ্চালনায় সহকারি অধ্যাপক মো. শাহজাহান আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুল মান্নান, আবু বক্কর সিদ্দিক, প্রভাষক আমিরুল ইসলাম, তাহামিদুল ইসলাম, শরিফা খাতুন, আহমেদ বেলাল, মাসুম মাহমুদ মুন্জুরুল ইসলাম, শামীম রানা, আবু রাশেল ও নবাগত শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজেদুর রহমান প্রমুখ।

শাহ্দৗলা সরকারি কলেজের স্নাতক(সম্মান) ১ম বর্ষ, (২০২১-২২সেশন) তিন বিভাগে রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

 

আরপি/এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top