রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ইউএনও’র নম্বর ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টা


প্রকাশিত:
১৯ জুলাই ২০২২ ২২:১৩

আপডেট:
৬ মে ২০২৪ ০২:২৯

ছবি: সংগৃহীত

মোবাইল নম্বর ক্লোন করে রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার টাকা আদায়ের চেষ্টা করেছে একটি চক্র। চক্রটি এক জনপ্রতিনিধি ও এক ইউপি সচিবসহ একাধিক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলতে চেষ্টা করেছে বলে ইউএনও‘র অভিযোগ। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সোহেল রানা।

জানা গেছে, সোমবার (১৮ জুলাই) প্রতারক চক্র এক জনপ্রতিনিধি ও ইউপি সচিবকে ফোন দেয়। সরকারি প্রকল্প বরাদ্দ দেওয়ার কথা বলে তাদের থেকে টাকা দাবি করা হয়। ভিন্ন একটি মোবাইল নম্বরে বিকাশে টাকাও দাবি করে তারা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তারা ইউএনওকে জানান।

এ বিষয়ে ইউএনও সোহেল রানা বলেন, ‘সোমবার কয়েকজন ফোন দিয়ে জানতে চান, আমি তাদের ফোন দিয়েছিলাম কি না। আমি তখন বুঝতে পারি যে নম্বরটি ক্লোন হয়েছে। পরে থানায় একটা জিডি করেছি। পাশাপাশি ফেসবুকে সবাইকে সতর্ক করে একটা পোস্ট করি। এছাড়াও আমার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলি।’

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top