রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

প্রাণের নিরাপত্তার দাবিতে রাসিক নারী কাউন্সিলরের সংবাদ সম্মেলন


প্রকাশিত:
৫ জুলাই ২০২২ ০৫:২৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:৫৮

নিজস্ব প্রতিবেদক: জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শামসুন নাহার। সোমবার (৪ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাসিকের নারী কাউন্সিলর বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সানি নামে এক কিশোরকে তুলে নিয়ে হত্যার ঘটনায় আমাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল। সংবাদ পেয়ে রাতেই আমি ছুটে হাসপাতালে যাই। তখন আমাকে অপমান-অপদস্থ করা হয়েছে।

তিনি বলেন, সানির খুনীর মা একসময় আমার সঙ্গে রাজনীতি করতেন। সেজন্য আমাকে খুনীর পক্ষে মনে করছেন নিহতের স্বজনরা। কিন্তু আমিও খুনীদের ফাঁসি চাই। আমার ছেলেও যদি খুন করতো, তারও ফাঁসি চাইতাম।

সংবাদ সম্মেলনে শামসুন নাহারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর তার বাসায় র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে ১০-১৫ জন ব্যক্তি যায়। এরপর জোরপূর্বক বাসায় প্রবেশ করে অভিযানের নামে এক ঘণ্টা ধরে আসবাবপত্র ভাঙচুর করে। প্রাণ নিয়ে শঙ্কার অভিযোগ তুলে নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:

Top