স্টিকার লাগিয়ে প্রতারণা,
প্রাইড শাড়ির শো-রুমকে জরিমানা

মূল্য কারসাজির অভিযোগে রাজশাহী নগরীর সাহেব বাজারের আরডিএ মার্কেটের বিপরীতে অবস্থিত প্রাইড শাড়ির শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৩ জুলাই) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ জরিমানা করেন।
জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে নগরীতে এভাবেই সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল প্রাইডের এই শো-রুম।
বিষয়টি নিশ্চিত করে হাসান আল মারুফ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয় রোববার নগরীর সাহেব বাজার এলাকার প্রাইডের ওই শো-রুমে অভিযান চালায়।
ওই শো-রুমে অভিযানে গিয়ে দেখা যায় শাড়ির দাম মূল্য ট্যাগে ৬৭৫ টাকা লেখা থাকলেও ওই দামের উপর আরও একটি নতুন ট্যাগ লাগিয়ে ৭৭৫ টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে।
এছাড়াও ক্রেতা আকৃষ্ট করতে ৩০% ছাড়ের লোভনীয় অফার দিয়েছে। কিন্তু কোনো পণ্যের জন্য কত শতাংশ ছাড় তা স্পষ্ট করে বলা হয় নি। ফলে ভোক্তারা পণ্য কিনে প্রতারিত হচ্ছিলো।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
জনস্বার্থে নগরীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: