পুঠিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় সাদিকুল ইসলাম (২৮) নামের এক ভ্যান চালকের প্রাণহানী ঘটেছে। বুধবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাদিকুল ইসলাম পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের কাজিরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে ভ্যানে ৫ বস্তা লবণ নিয়ে সাদিকুল ইসলাম বানেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
আরপি/এসআর-০৫
বিষয়: পুঠিয়া ট্রাক চাপা
আপনার মূল্যবান মতামত দিন: