নগরীতে ৬০ হাজার টাকার গাঁজাসহ গ্রেফতার এক
রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বাজারের ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
বুধবার (২২ জুন) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২১ জুন) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম আরিফ হোসেন (৪৩)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম নগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অবস্থান নেয়।
এসময় সন্দেহজনক আরিফ হোসেনকে তল্লাশি করে বাজারের ব্যাগে ২টি নীল রংয়ের পলিথিনের ব্যাগে ১.৫ কেজি করে মোট ৩ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়। তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নগরীর বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: