রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

আগামীকাল রাজশাহী আসছেন সমাজকল্যাণ মন্ত্রী


প্রকাশিত:
১৫ জুন ২০২২ ০৯:৪০

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০২:১৭

ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ একদিনের সরকারি সফরে বুধবার (১৫ জুন) রাজশাহী আসছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী বুধবার সকাল ৯টায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নামবেন।

সফর সূচি অনুযায়ী, এদিন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী পবা উপজেলার বায়া শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে তিনি বায়ায় সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরাধীন রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে আন্তঃ প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওই অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে মন্ত্রী শিশু ও মহিলাদের নিরাপদ হেফাজত কেন্দ্র (সেফ হোম) পরিদর্শন করবেন। বিকাল পৌনে ৬টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন মন্ত্রী।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top