রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে ৬০ হাজার টাকার গাঁজাসহ গ্রেফতার যুবক


প্রকাশিত:
৯ জুন ২০২২ ০৯:১৩

আপডেট:
৯ জুন ২০২২ ০৯:১৪

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহীতে ৬০ হাজার টাকার গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই যুবক বিক্রির জন্য গাঁজাগুলো হেফাজতে রেখেছিল।

বুধবার (৮ জুন) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার যুবকের নাম শাজাহান (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লইল্যাপাড়া এলাকার মেরাজের ছেলে। নগরীর রাড়পাড়া থানার ডিংগাডোবা এলাকার ব্যাংক কলোনীতে ভাড়া বাসায় বসবাস করতো সে।

উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম নগরীর রাজপাড়া থানার দাশপুকুর ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top