রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

কালাই হাউজে নেই মূল্য তালিকা, ১০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
৯ জুন ২০২২ ০৩:৩৮

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০২:২৫

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীতে খাবার হোটেলে সেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সেবা প্রদানে অনিয়মের দায়ে এক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া ও কাদিরগঞ্জ এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।

প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ অভিযানে নেতৃত্ব দেন।

বিষয়টি নিশ্চিত করে হাসান আল মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে বুধবার নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া ও কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবা গ্রহীতার জীবন-নিরাপত্তা বিপন্নকারী কাজ করার অপরাধে কাদিরগঞ্জ এলাকার কালাই হাউজ অ্যান্ড বাংলা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ওজনে কারচুপি করার করার অপরাধে কুমারপাড়া এলাকার শাহ আলম রাইস এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন নগরীর দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top