রাজশাহী বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬, ২রা মাঘ ১৪৩২

নগরীতে নির্মাণাধীন ভবনে জুয়ার আসর, গ্রেফতার ৬


প্রকাশিত:
৮ জুন ২০২২ ০১:৪২

আপডেট:
১৪ জানুয়ারী ২০২৬ ১০:৪২

ছবি: গ্রেফতারকৃত জুয়াড়ি

রাজশাহী নগরীতে এক নির্মাণাধীন ভবনে জুয়ার আসরে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৬ জুন) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে নগরীর কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় নগদ ৭ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকরী গ্রামের সুকাম আলীর ছেলে আব্দুল আলিম (৩০), আব্দুল কাদেরের ছেলে জসিম আলী (৩৫), নজরুল ইসলামের ছেলে রুবেল আলী (৩০), শ্রী দিজেন কর্মকারের ছেলে শ্রী মিঠুন কর্মকার (২৪), নগরীর দামকুড়া থানার মধুপুর এলাকার সৈয়ব নবীর ছেলে সম্রাট (২৫) ও কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মখলেছুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৮)।

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় নগদ ৭ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top