শরীরে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহনের সময় নারী গ্রেফতার

রাজশাহীতে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহনকালে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় বহনকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ মে) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নারীর নাম সায়মা খাতুন (২৮)। তিনি নগরীর কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার হবু মিয়ার মেয়ে। আগে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায়।
এসময় সন্দেহভাজন সায়মা খাতুনকে মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে শরীরের বিভিন্ন জায়গা থেকে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরপি/এসআর-০৮
আপনার মূল্যবান মতামত দিন: