ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভায়া কামারপাড়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আলী আহসান (১৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর এলাকার মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, মোটরসাইকেল নিয়ে আলী আহসান গোদাগাড়ীর দিকে যাচ্ছিল এ সময় পিছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট ১৩-৪৪৮২।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, একটি ছেলে মোটরসাইকেলযোগে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জ হ-১৪-৯৫৪৫ নাম্বারের হিরো হোন্ডা গ্লামার একটি লাল মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরপি/এসআর-০৫
বিষয়: গোদাগাড়ী ট্রাক চাপা মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: