রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মূল্য তালিকায় গম না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশিত:
১৯ মে ২০২২ ০৯:৫৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১০:০৭

ছবি: অভিযান

রাজশাহীতে মূল্য তালিকায় গম না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই দুই দোকানীর থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি জানান, গমের সংকটের কারণ দেখিয়ে ব্যবসায়ীরা ইচ্ছে মত দাম বাড়াচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়। অভিযোগের প্রেক্ষিতে পবা উপজেলার হরিয়ানের দুটি বড় দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় মেসার্স আকবর আলী ও হেকমত স্টোরকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top