রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় অস্ত্রসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৮ মে ২০২২ ০৩:৪২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:২৯

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহীর বাঘায় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় দুইটি ওয়ান শুটারগান, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড উদ্ধার করা হয়।

সোমবার (১৬ মে) সন্ধ্যার দিকে বাঘার গোকুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম রাকিবুল ইসলাম ওরফে শান্ত (২৮)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোটধাদাস গ্রামের বাদশার ছেলে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে বাঘার গোকুলপুর গ্রামের আবু তাহেরের খেয়া ঘাটের পূর্ব পার্শ্বে এক আম বাগানে এক অস্ত্র ব্যবসায়ী অবৈধ মালামালসহ অবস্থান করছে। খবর পাওয়া মাত্র র‌্যাবের একটি দল ওই এলাকায় পৌঁছালে শান্ত পালানোর চেষ্টা করেন।

এসময় র‌্যাবের সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে বাঘা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top