রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

নগরীতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশিত:
১৭ মে ২০২২ ০৩:৫১

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:৪৩

ছবি: গ্রেপ্তারকৃত আসামী

রাজশাহীতে বিক্রির জন্য অপেক্ষারত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ মে) সন্ধ্যায় নগরীর হড়গ্রাম পুরাতন কেশবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ফয়সাল হোসেন (৩৮) নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা গ্রামের মৃত আ. সুবহানের ছেলে।

সোমবার (১৬ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যায় গোপন সূত্রে জানা যায়, হড়গ্রাম পুরাতন কেশবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন লাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রয়ের জন্য অবস্থান করছেন।

পরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্ধ্যা ৬টার সময় কেশবপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top