নগরীতে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ি আটক
রাজশাহীতে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
রোববার (১৫ মে) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মিলন (৩৮), ইশা খান (৩৫), টিয়া (৩৫) ও পিয়ার আলী (৩৪)।
সোমবার (১৬ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর পৌনে ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ওই ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে তাস ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: