রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

নগর পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩৪


প্রকাশিত:
১৬ মে ২০২২ ১০:১৫

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৩

ফাইল ছবি

রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রোববার (১৫ মে) দুপুরে আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত একদিনে নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৫ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে মাদক মামলায় অভিযুক্তদের হেফাজত হতে মোট ৩০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ বোতল এ্যালকোহল, ২০ লিটার চোলাইমদ ও ৪৫১ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top