পেয়ারা বাগানে মিললো কৃষকের মরদেহ

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সেন্টু আলী (৫০) নামের এক কৃষকের বিকৃত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি কৃষি কাজের পাশাপাশি ফলের বাগানে পাহারাদারের কাজ করতেন।
শনিবার (১৪ মে) সকাল ৭টার দিকে জেলার বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর চরের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা আজেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার থেকে সেন্টু আলী গাঁ ঢাকা দিয়ে ছিলেন। স্থানীয় এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই মহিলা গর্ভবতী হলে স্থানীয়রা বিয়ের জন্য চাপ দেন। পরে তিনি গাঁ ঢাকা দেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আরপি/এসআর-০৪
বিষয়: পেয়ারা বাগান মরদেহ উদ্ধার বাঘা
আপনার মূল্যবান মতামত দিন: