অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ২৩ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টায় রাজশাহীর বাঘা উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বাঘা উপজেলার সদর বাজারে আনন্দ মিষ্টান্ন ভান্ডারের ব্যবসায়ী মুকুল হোসেনের ২০ হাজার টাকা ও গৌরপাল মিষ্টান্ন ভান্ডারের ব্যবসায়ী সঞ্জয় কুমার পালের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও সংরক্ষণ যেন না করেন, সতর্কতার জন্য বিশেষ অভিযানের মাধমে দুই ব্যবসায়ীর ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: