রাজশাহী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্গম পদ্মা চর থেকে ৯ ককটেল উদ্ধার


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২২ ২২:৫৬

আপডেট:
১৪ মে ২০২৪ ০৯:৩৪

ফাইল ছবি

রাজশাহী-কুষ্টিয়া সীমান্তের দুর্গম পদ্মা চরে ১১টি ককটেলের সন্ধান মিলেছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তের মানিকের চরের এক পরিত্যক্ত বাড়িতে এসবের সন্ধান পাওয়া যায়।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা বাঘা-দৌলতপুরের সীমান্তবর্তী মানিকের চরের ফরজাল শিকদারের পরিত্যক্ত বাড়িতে ককটেল দেখতে পায়। পরে বাঘা থানা পুলিশকে জানালে হলে দৌলতপুর সীমানার মধ্যে বলে না আসায় স্থানীয়রা ককটেলগুলো উদ্ধার করে।

এসময় ২টি ককটেল বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি। বাঘার চকরাজাপুর ইউপির ওয়ার্ড সদস্য আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মানিকের চরের যে বাড়িতে ককটেল পাওয়া গেছে, সেটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দেড় কিলোমিটার ভেতরে। ২টি ককটেল বিস্ফোরিত হওয়ায় বাকি ৯টি ককটেল দৌলতপুর থানা পুলিশ উদ্ধার করে।

ওসি জাবিদ হাসান বলেন, বুধবার বিকেলে খবর পাওয়া মাত্রই থানা পুলিশকে পাঠানো হয়েছে। পুলিশ ৯টি ককটেল উদ্ধার করেছে। দুর্গম এলাকা হওয়ায় তারা রাত সাড়ে ৯টা পর্যন্ত ফিরে নি। ফিরতে আরও দেড় থেকে দু ঘণ্টা লাগতে পারে। তখন বিস্তারিত জানা যাবে।

দুই থানার সীমান্তে হওয়ার কারণে ককটেল উদ্ধারে বিলম্ব হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থল দুই থানার সীমান্তে না। সেটি দৌলতপুর উপজেলার অনেক ভেতরে। তবে একেবারে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারে দেরি হয়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top