নগরীতে আরএমপির অভিযানে গ্রেফতার ২২
রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীতে পুলিশের পৃথক অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন, ৬ লিটার চোলাইমদ ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরএমপির এই কর্মকর্তা।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: