রাজশাহীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার দুই
রাজশাহীর চারঘাট উপজেলায় ৩০৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৩০ লাখ টাকা।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে র্যাব-৫ এর একটি দল চারঘাটের কেশবপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড ও দুইটি মেমোরি কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মতিউর রহমান (৩২) ও মাহাবুর রহমানের ছেলে সুমন আলী (২৫)।
শুক্রবার রাতে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার বিকেলে জানতে পারে চারঘাট উপজেলার ইউসূফপুর পশ্চিমপাড়া গ্রামে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে বিকেল ৫ টার দিকে র্যাবের ওই দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই মতিউর রহমান ও সুমন আলী পালানোর চেষ্টা করে।
এসময় র্যাবের সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের ঘটনাস্থলেই আটক করা হয়। আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরপি/এসআর-০৫
বিষয়: র্যাব-৫ হেরোইন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: