আম বাগানে মিললো ৬০ লাখ টাকার হেরোইন, গ্রেপ্তার এক
-2022-04-07-04-37-33.jpeg)
রাজশাহীতে এক আমের বাগানে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার হেরোইনসহ এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার মৌগাছী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম জনি (৪০)। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার জুমাদ আলীর ছেলে।
বুধবার রাতে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে চারঘাটের মৌগাছী গ্রামে এক মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। খবর পাওয়া মাত্র র্যাবের একটি দল ওই এলাকায় পৌঁছালে জনি পালানোর চেষ্টা করেন।
এসময় র্যাবের সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: