রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

অবশেষে সেই নলকূপ ড্রাইভার গ্রেফতার


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ০১:২৬

আপডেট:
৪ এপ্রিল ২০২২ ০১:৩৭

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানক্ষেতে পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় পলাতক নলকূপ ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। ওই আদিবাসী কৃষকদের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে গোদাগাড়ীর কদম শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিনগত রাত দেড়টার দিকে গোদাগাড়ীর কদম শহর এলাকা থেকে নলকূপের ড্রাইভার সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আদালতে তার রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি তাদের ধান খেতে পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তোড়পাড় শুরু হলে নলকুপ ড্রাইভারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়। এছাড়াও বিএমডিএ'র পাম্প অপারেটরদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিভিন্ন মহলে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top