রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


প্রকাশিত:
২৩ মার্চ ২০২২ ১০:২০

আপডেট:
২৪ মার্চ ২০২২ ০৮:০৫

রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২ টায় নগরীর শালবাগানে প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের এসপি (মিডিয়া এন্ড ক্রাইম এ্যানালাইসিস) আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হক। এ সময় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, ইসলামের প্রচার-প্রসারে পৃথিবীতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রতিষ্ঠা করে গেছেন তিঁনি। পরকালে বঙ্গবন্ধুর সাফল্য আনবে এ ইসলামিক ফাউন্ডেশন। তিঁনি ভূমিকা রেখেছেন আলোকিত সমাজ গঠনেও।

তারা বলেন, ইসলাম প্রচারে অনবদ্য ভূমিকা রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর রেখে যাওয়া কাজ আলেমদের সম্পন্ন করা উচিত। আলোকিত সমাজ গঠনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আলেমদের প্রতি আহবানও জানান বক্তারা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জান্নাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top