রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আটক ৫৪


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০৬:৪৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০৭

প্রতীকি ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। বুধবার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা ৪ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালি থানা ২ জন, বেলপুকুর ৫জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ৩ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ১১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া ১জন ও ডিবি পুলিশ ২জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বোয়ালিয়া মডেল থানা পুলিশ শাহিন (২৬)কে ৬০ গ্রাম গাঁজা, রবিন ইসলাম (২৩)কে ১২৫ গ্রাম গাঁজা, আনোয়ার (৩৫)কে ৪৭ পিচ ইয়াবা, রুমু (৪০) কে ১০ গ্রাম হেরোইন, জলি (৩০) ও আলো (২৩)দ্বয়কে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

চন্দ্রিমা থানা পুলিশ আরিফুল (৩০) কে ২ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ শফিক (২০)কে ১৪ পিচ ইয়াবা, কাটাখালি থানা পুলিশ সাজ্জাদ হোসেন (৩৬)কে ৩৫ বোতল ফেন্সিডিল, বেলপুকুর থানা পুলিশ সোহেল রানা(৪২)কে ৪ গ্রাম হেরোইন, পবা থানা পুলিশ আজাদ(৪২)কে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রাসেল (৩৫), আরিফুল ইসলাম (২৮), আয়নাল হক (৩৫), আদনাল মোর্শেদ রনি (৪০)দের ১৮ বোতল ফেন্সিডিল, হাসিবুল ইসলাম (২৯) কে ৫৩ পিচ ইয়াবা ও ডিবি পুলিশ রিপন হোসেন জামিল (২৪)কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top