রাজশাহীতে ফেন্সিডিলসহ তিন যুবক গ্রেফতার
রাজশাহীতে ৫৪ বোতল ফেন্সিডিলসহ তিন যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৩ মার্চ) বিকেলে নগরীর বড়কুঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর কাটাখালী থানার চরখানপুর গ্রামের সাবান আলীর ছেলে রিমন আলী (৩২), দামকুড়া থানার চর মাজারদিয়া গ্রামের কামরুল শেখের ছেলে জীবন শেখ (২৩) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে ইব্রাহীম শেখ (২২)।
সোমবার (১৪ মার্চ) দুপুরে আরএমপি মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪ টায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর বড়কুঠি বালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামী রিমন আলী, জীবন শেখ ও ইব্রাহীম শেখকে ৫৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: