রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ৭০ ভরি সোনাসহ চোরাকারবারি আটক


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০২:৪৪

ছবি: আটককৃত আসামী

রাজশাহীতে ৭টি স্বর্নের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিটি স্বর্নের বার প্রায় ১০ ভরি সোনার সমপরিমাণ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮ টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর খেয়াঘাট (হাটপাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মৃত সানাউল্লার ছেলে মুক্তার হোসেন (৪০)।

গোদাগাড়ী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আইনুদ্দীন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গোদাগাড়ীর খেয়াঘাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ বিজিবি ব্যাটালিয়ন এর গোদাগাড়ী ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট বসায়।

এসময় ৭টি স্বর্নের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্নেত আনুমানিক পরিমাণ ৭০ ভরি। আটককৃত চোরকারবারি খেয়াঘাট থেকে সোনাগুলো চরের দিকে নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top